ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঠিক অর্ধশত পূরণের পরেই আউট হয়েছেন ড্যাশিং বাঁহাতি ইকবাল। ইনজুরি থেকে ফিরে প্রথম ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে দলকে সুবিধাজনক স্থানে পৌঁছে তিনি।
এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেছেন তিনি। তবে ওপেনার হিসেবে ঠিক ৩৬ রান দূরে আছেন বারো হাজারি ক্লাব থেকে। গত দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ নম্বরে ব্যাট করে তামিম করেছিলেন ৩৯ রান। আর এতেই ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান থেকে ৩৬ রান দূরে তিনি।
রানের দিক দিয়ে বিশ্বের ১৪তম ব্যাটসম্যান তামিম। তাঁর ১৫০ রান সামনেই আছেন পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় সাঈদ আনোয়ার। বারো হাজারি ক্লাব পেরিয়ে গেলে ম্যাথু হেইডেন, শচীন টেন্ডুলকার, অ্যালিস্টার কুক, গ্রায়েম স্মিথ, বীরেন্দর শেবাগ এবং সনাৎ জয়সুরিয়ার মতো খেলোয়াড়দের রেকর্ড ভাঙার অপেক্ষায় থাকবেন তিনি। সামনের দিনগুলোয় রানের পাহাড় গড়ে তামিম নিজেকে ওপেনারদের তালিকায় অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।