ব্রেকিং নিউজ

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সিলেট স্টেডিয়াম

স্পোর্টস ডেস্কএবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামীকাল ১৪ ডিসেম্বর বাংলাদেশ- উইন্ডিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। এতেই টি-টোয়েন্টি ও টেস্টের পর ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামটির ।

গত ১১ই ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে সিলেটের বিভিন্ন স্থানে। গতকাল সিলেটে পৌছেছে বাংলাদেশ ও উইন্ডিজ দল।

২০১৪ সালের ১৭মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জানিক ভেন্যু হিসেবে অভিষেক হয় এই গ্রাউন্ডটির। এরপর গত ৩ নভেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় দেশের একমাত্র গ্রিন গ্যালারি-স্টেডিয়ামটির।

ধারণা করা হচ্ছে ১৪ ডিসেম্বর সিলেটেই হতে পারে দেশের মাটিতে অধিনায়ক মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে এ নিয়ে এখনও কোন মন্তব্য করেননি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। সিলেট স্টেডিয়ামের এই ম্যাচে টাইগারদের জয় দেখতে চায় স্থানীয় ক্রীড়া অনুরাগীরা।

Leave a Reply