ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জ সদর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অভ্যন্তরীন কোন্দল ঘনীভুত!


মোঃ জহির রায়হান-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল ।আজ ইকবাল হাসান মাহমুদের মনোনয়ন বাতিল করায় উক্ত কোন্দল আরো ঘনীভুত হয়েছে বলে জানা যায়।

একাধিক সুত্র জানিয়েছে , রুমানা মাহমুদ একজন গৃহীনী হওয়ার পরেও ২০০৮ সালে ইকবাল হাসান মাহমুদের মনোনয়ন বাতিল হওয়ায় তাকে মনোনয়ন দেয় দলটি। কিন্তু রুমানা মাহমুদ পারিবারিক কারনে ২০০৮ সালে এবং এইবারো বিএনপি থেকে ধানের শীষ প্রতীক পাচ্ছেন।আর এতে ক্ষুব্দ হয়েছেন দীর্ঘদিনের ত্যাগী সিরাজগঞ্জ জেলা বিএনপির রাজনীতিবিদেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান,” জননন্দিত জননেতা বিএনপির সাবেক এমপি মরহুম মীর্জা মোরাদুজ্জামান এর ছেলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান ছিলেন সর্বজন স্বীকৃত নেতা তাকে মনোননয়ন দিলেও দলে এই বিভক্তি তৈরী হত না”।

বিএনপির আরেক নেতা বলেন-“ সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা কেন্দ্রীয় তাতী দলের সভাপতি হুমায়ন ইসলাম খান সদর আসনে মনোনয়ন পেলেও তৃনমূলের নেতা কর্মীরা উজ্জিবিত হয়ে নির্বাচনী কাজ করত। সিরাজগঞ্জ জেলা বিএনপি এখন দল বদলের রাজনীতি করা ইকবাল হাসান মাহমুদ টুকুর পরিবারের নিকট জিম্মি”।

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের এক নেতা জানান-“ টি আর এম নুর এ আলম হেলাল একজন নিবেদিত প্রান বিএনপি। সে বেশ কয়েকবার পৌর চেয়ারম্যান ছিলেন তাকে মনোনয়ন দিলেও আজ তৃনমুল বিএনপি অত্যন্ত পরিশ্রম করে ধানের শীষকে বিজয়ী করার চেষ্টা করতো”।

Leave a Reply