ব্রেকিং নিউজ

বার্সেলোনাকে রুখে দিল টটেনহ্যাম, বড় জয় পিএসজির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বি গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে টটেনহ্যাম। অপরদিকে, রেড স্টার বেলগ্রেডকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে উঠেছে পিএসজি।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের ৭ মিনিটের মাথায় মাঝমাঠ থেকেই একাই বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়ে দারুণ এক শটে গোল করেন উসমান ডেম্বেলে। তার এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম একের পর এক আক্রমণ করতে থাকে। যদিও বেশকিছু সুযোগ গোটা ম্যাচে তারা নষ্ট করেছে। শুরুতে মেসিকে নামানো না হলেও ম্যাচের ৬৩ মিনিটে মুনির এল হাদ্দাদিকে তুলে তাকে নামানো হয়।

ম্যাচের ৮৫ মিনিটে হ্যারি কেনের পাস থেকে পাওয়া বলে দারুণ শটে টটেনহ্যামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মুরা। তার এই গোলেই ড্র নিয়ে মাঠ ছেড়ে পরের রাউন্ডের টিকেট পায় টটেনহ্যাম।

বি গ্রুপ থেকে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে নক আউট পর্বে গেছে বার্সেলোনা। টটেনহ্যাম ও ইন্টার মিলানের সমান ৮ পয়েন্ট। গোল ব্যবধানে এই দুই দল সমান ব্যবধানে থাকলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে চলে যায় টটেনহ্যাম এবং বিদায় নেয় ইন্টার মিলান।

এদিন ঘরের মাঠে জয় আদায় করলেও শেষ ষোলতে যেতে পারতো ইন্টার মিলান। তবে এইন্ডহোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় তারা গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।

এদিকে, রেডস্টার বেলগ্রেডকে তাদের ঘরের মাঠে পাত্তাই দেয়নি পিএসজি। ম্যাচের ৯ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ফাঁকা পোস্টে গোল করে দলকে এগিয়ে দেন এডিনসন কাভানি।

এরপর ৪০ মিনিটের সময় এমবাপ্পের পাস থেকে বল পেয়ে তা নিয়ে বাঁ দিক থেকে ডি বক্সের ভেতরে ঢুকে দুই ডিফেন্ডার এবং গোলরক্ষককে কাটিয়ে নয়ন জুড়ানো এক গোল করেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমার।

বিরতির পর ৫৬ মিনিটের মাথায় গোবেলিজ গোল করে বেলগ্রেডের হয়ে একমাত্র গোলটি করেন। তবে ৪ মিনিটে ডি মারিয়ার ফ্রি কিক থেকে মারকুইনস এবং ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে এমবাপ্পে গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছেড়ে গ্রুপ সেরা হয়ে প্রথম রাউন্ড শেষ করে পিএসজি।

এদিকে, সি গ্রুপের আরেক ম্যাচে মোহাম্মদ সালাহর গোলে নাপোলিকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটে জেমস মিলনারের পাস পেয়ে ডি-বক্সে এগিয়ে গিয়ে গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে গোল করেন সালাহ।

এ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। দুই দলের পয়েন্ট সমান ১৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

গতকাল মোনাকোর মাঠে তাদের বিপক্ষে রাফায়েল গুয়েরেইরোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় বরুসিয়া ডর্টমুন্ড। আরেক ম্যাচে ক্লাব বার্জারের মাঠে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে সিনিওনের দল।

Leave a Reply