মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যেই প্রথম ম্যাচে জয়লাভ করে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার দুপুর ১ টায় শুরু হবে এই ম্যাচটি। তবে আগামীকালের একাদশে আসছে না কোনো পরিবর্তন। প্রথম ম্যাচের একাদশ নিয়েই আগামী কাল মাঠে নামছে বাংলাদেশ দল।
আগামীকালের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।