মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধিঃ২০ দলীয় ঐক্যজোটের সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে এই মুর্হুতে সিলেট-৫ আসনে জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ধানের শীষের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। গতকাল রাতভর নানা নাটকীয়তা আর গুঞ্জনের মধ্যদিয়ে সয়লব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে।
জানা যায় এ আসনে সন্ধায় মাওঃ উবায়দুল্লাহকে নির্বাচন করার জন্য ঐক্যজোট চিটি দেয়। পরে এ আসনটিতে মহাজোটের প্রার্থীরা ওপেন নির্বাচন করার সিদ্ধান্ত নিলে বিএনপি সহ ঐক্যজোটের নেতারা নানা দিক বিবেচনা করে রাত ১২ টায় জামাতের অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী প্রার্থী হিসাবে ঘোষণা দেয়, যা দেশের বহুল প্রচারিত সময় টিভি ও দৈনিক মানব জমিন পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়।
সেই মোড় আজ রবিবার দুপুর ১২টায় আবার পাল্টে যায়। শেষ পর্যন্ত এ আসনে ঐক্যজোটের মনোনয়নের কাহিনীটি যা এক নাকীয়তার মধ্যদিয়ে সম্পন্ন হল। আর সেই নাটকীয় কাহিনীতে সকল দ্বন্দের অবসান ঘটিয়ে মাওঃ উবায়দুল্লা ফারুকই চুড়ান্ত ধানের বিজয় ছিনিয়ে নেন।