গোলাম মুক্তাদির সবুজ -দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে ও উপজেলা
প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,বগুড়ার সার্বিক ব্যবস্থাপনায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.জাকির হোসেন জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন।
পরে এক দুর্নীতি বিরোধী র্যালী বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করেন। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনের সড়কের পার্শ্বে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা
আবু সালেহ মোঃ নূহ্, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, অধ্যক্ষ আব্দুল মজিদ,
সামসুল হক আকন্দ, এস.আই আইউব হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর ইসলাম লিটন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, সদস্য অসীম কুমার দাস, আয়ুব হোসেন প্রমুখ।