গোলাম মুক্তাদির সবুজ,দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস
উদ্যাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এস.এম.জাকির হোসেনের
সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন এর পরিচালনায় এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জেসমিন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন, সমাজসেবা
কর্মকর্তা আবু সালেহ মোঃ নূহ্্, জয়িতা-দেওয়ান শাহিন সুলতানা, আনোয়ারা বিবি, রিতা রানী মহন্ত, শিরিন বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫টি ক্যাটাগরীতে ৫ জন নারীকে জয়িতা হিসাবে সম্মাননা ক্রেস্ট, প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হয়।
জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী চুমকি আক্তার আশা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী দেওয়ান শাহিন সুলতানা, সমাজ উন্নয়নের অবদান রাখায় শিরিন বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন
উদ্যোমে জীবন গড়ায় রিতা রানী মহন্ত ও সফল জননী আনোয়ারা বিবি। এদের মধ্যে
চুমকি আক্তার আশা উপজেলা পর্যায়ে জয়িতা সম্মান অর্জন সহ জেলা পর্যায়ের
জয়িতার স্থান অর্জন করেছে।