১. পারলে ভুলে যাও! ভুলে যাওয়া কি এতোটাই সহজ?
বুক হাতড়ে দেখো অামি নেই; তোমারই মাঝে হয়েছি কতোটা নিখোঁজ!
২. প্রেমিক!
তুমি অার কতোটুকু পারো?
এই যে এতো এতো ক্ষত বুকে মহৎ প্রেমে নির্লজ্জ কামনাকে ছাড়ো।
৩. পরানের ভেতর শূন্য মাতাল, অামার কেবল নোনাজলের ফেনা
দিনশেষে প্রেমে কার কতোটা শোধ হলো ঋণ, কার কতোটা দেনা!
৪. প্রেমকে দূর থেকে দেখবার মধ্যেও এক গভীর মহত্ত্ব রয়েছে;
যে প্রেমে পড়েছে সে-ই জানে, কাছে অাসবারর মতো অত্যাশ্চর্য বেদনা ও বিড়ম্বনা দূরত্বে নেই।
৫. যদি ভালোবাসো, তবে বুকের ভেতরে পাহাড় গড়ে তোলো;
দেখবে পাথরে পাথরে নয়, অাপনাঅাপনিই হৃদয়ে হৃদয়ে অাগুন ধরে যাবে!
৬. ভালোবাসা একবার ছুঁয়েছে যার বুক
সেই বুকে ঈশ্বর পেতেছেন অায়না, সেখানে দেখা যায় প্রিয় থেকে প্রিয়তরর মুখ।
৭. এতো কষ্ট নিয়ে অামি অার কার কাছে দাঁড়াবো?
কার চোখে তাকিয়ে বাঁচার ইচ্ছে বাড়াবো!
৮. এই পৃথিবীর মানুষগুলো অাবারও প্রেমের শুদ্ধতায় হৃদয়ের বর্ণমালা লিখুক,
এই পৃথিবীর মানুষগুলো অাবারও ভালো ভালোবাসতে শিখুক।
৯. শোনো মেয়ে, অামার এ জন্মে একটিমাত্র কিচ্ছে অাছে
তোমার বুকের মধ্যেখানে থাকবার খুব ইচ্ছে অাছে।
১০. মারতে যদি হয় বিষ দিয়ে মারো, হৃদয় দিয়ে কেনো!
হৃদয় হত্যার থেকে বেশি পাপ অাত্নহত্যাতেও অাছে কি?