ব্রেকিং নিউজ

বিসিএলে জুনায়ের সিদ্দিকীর সেঞ্চুরী: রাজ্জাকের ৬ উইকেট শিকার

জুবায়ের আহমেদ,সিনিয়র ক্রীড়া প্রতিবেদক, জনগণের কণ্ঠ : বাংলাদেশ ক্রিকেট লীগ-বিসিএল এর ৩য় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয়েছিল সাউথ জোন বনাম নর্থ জোন। টসে হেরে ব্যাট করতে নামা সাউথ জোন ফজলে মাহমুদের ৪৫, তুষার ইমরানের রাকিবুল হাসানের ৭৯ ও মেহেদী হাসানের ৬৩ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩২৯ রান। নর্থ জোনের স্পিনার সানজামুল ইসলাম ৫ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দীর্ঘদিন দলে জাতীয় দলের বাহিরে থাকা জুনায়েদ সিদ্দিকীর ১১২, নাঈম ইসলামের ৮৩, জিয়াউর রহমানের ৯০ ও ধীমান ঘোষের ৫১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩৯৪ রান করে নর্থ জোন। আবদুর রাজ্জাক ৬ উইকেট শিকার করেন।

৬৫ রানে পিছিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নামে সাউথ জোন, ওপেনার এনামুল হক বিজয়ের ৬৬, মেহেদী হাসানের অপরাজিত ৬০ ও আল আমিনের অপরাজিত ৭৫ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে সাউথ জোন এবং ৪র্থ দিন শেষে ম্যাচটি ড্রয়ে পরিণত হয়। ইবাদাত হোসাইন ও রিশাদ হোসাইন ২টি করে উইকেট শিকার করেন।

দুই ইনিংসেই ফিফটি তথা ৬৩ ও ৬০ রানের ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল কাঁপানো মেহেদী হাসান। নর্থ জোনের তারকা ওপেনার জুনায়েদ সিদ্দিকী ১১২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন।

বিসিএলে ৩র্থ রাউন্ডের অপর ম্যাচ তথা সেন্ট্রাল জোন বনাম ইষ্ট জোনের ম্যাচটিও ড্রয়ে পরিণত হয় আজ, ৩ উইকেট হাতে রেখে জয়ের জন্য মাত্র ৬ রানের দরকার হলেও আকাশ অন্ধকার হয়ে যাওয়ায় ম্যাচটি ড্র হয়। সে ম্যাচে ১৩৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহমুদুল হাসান।

Leave a Reply