কেরিয়ারের শেষ ইনিংস স্মরণীয় করে রাখলেন গৌতম গম্ভীর। অবসরের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন। রঞ্জিতে দিল্লির জার্সিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শেষবার খেলতে নেমেছিলেন। সেখানেই ভিন্টেজ গৌতির ব্যাটে দেখা গেল ১১২ রানের দুরন্ত ইনিংস।
যা দেখে সমর্থকরা বলছেন, এখনই কেন! চিরচেনা প্রিয় ফিরোজ শাহ কোটলায় স্মরণীয় ইনিংসের পরে গম্ভীর আবেগরুদ্ধ। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭৫ করেছিলেন। ধোনি ব্রিগেডের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের দিনেও কঠিন পরিস্থিতিতে ৯৭ রানের চোয়াল চাপা ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে ক্রিকেটীয় কেরিয়ারের শেষ ইনিংস কম রংমশাল দেখল না।
দিল্লি ডেয়ারডেভিলস আগেই ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়েছিল। সেই ইঙ্গিত মেনেই গম্ভীরকে স্কোয়াডে রাখেনি দিল্লি। জাতীয় দলের দরজা তো বহুদিনই বন্ধ। তাই নিজের ললাট লিখন পড়ে ফেলেই অবসর নিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর। ফেসবুকে আবেগমথিত ভিডিও পোস্টের মাধ্যমে গম্ভীর ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত জানান। তারকা ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তের পরে সচিন থেকে হরভজন, শাহরুখ থেকে অশ্বিন— কেরিয়ারের পরবর্তী অধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন।
এমন সময়েই গম্ভীর কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন ঘরোয়া ক্রিকেটে। দিল্লির জার্সিতে। শুক্রবার দিনের শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন তিনি। শনিবার দিনের চতুর্থ ওভারেই জোড়া সিঙ্গলস নিয়ে ঘরোয়া ক্রিকেটের ৪৩তম শতরান করে যান তিনি। গম্ভীরের খেলা দেখার জন্যই কোটলায় দর্শক সমাগম। প্রিয় তারকার ব্যাটে দুরন্ত শতরান প্রত্যক্ষ করার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত শোয়েব খানের বলে আউট হয়ে যান তিনি।