চট্টগ্রামে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) সপ্তম আসরের তৃতীয় রাউন্ডের নর্থ ও সাউথ জোন। ম্যাচটিতে প্রথম শ্রেনীর ক্রিকেট অভিষেক হয়েছে নর্থের হয়ে খেলা ১৭ বছর বয়সী রিশাদ হোসাইনের। অনুর্ধ্ব-১৯ দলের এই লেগ স্পিনার অভিষেকে চমক দেখিয়েছেন ব্যাট হাতে ওপেনিংয়ে।
তবে এবার বল হাতে চমক দেখালেন উইকেট নিয়ে। নিজের প্রথম শ্রেনীর ক্রিকেট ক্যারিয়ারের অভিষেক ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন রিশাদ। ম্যাচের চতুর্থ দিনে সাউথ জোন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল। সেখানে রকিবুল হাসানের উইকেট নেন এই উদীয়মান ক্রিকেটার। এটিই তাঁর প্রথম শ্রেনীর ক্রিকেট ক্যারিয়ারের প্রথম উইকেট।
তবে এরপর আরও একটি উইকেট নিয়েছেন রিশাদ। অর্ধশতক হাঁকিয়ে ব্যক্তিগত ৬৬ রানে সাউথের ওপেনার এনামুল হক বিজয়ের উইকেট তুলে নিয়েছেন দেশজুড়ে সাড়া জাগানো এই বোলার। তাঁর উইকেটের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সাউথের সংগ্রহ ৫ উইকেটে ১৭০ রান। তবে ম্যাচটি যে ড্র’য়ের দিকে এগুচ্ছে, সেটি এক প্রকার নিশ্চিত।