ব্রেকিং নিউজ

সিলেট সিক্সার্স এর নতুন অধিনায়কের নাম ঘোষণা

বিপিএলের এবারের আসরের মস্ত বড় এক চমকের নাম ছিল ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর ঘরোয়া লীগে মনোযোগ দিয়েছিলে তিনি। আর সেই প্রেক্ষিতেই এবারের বিপিএলে সিলেট সিক্সার্সে নাম লিখিয়েছিলেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের বাইরে থাকা অল-রাউন্ডার নাসির হোসেন। তার নেতৃত্বে টুর্নামেন্টে সিলেটের শুরুটা ভালো হলেও পরে তারা ছন্দ ধরে রাখতে পারেনি। এবার অজি মহাতারকা ডেভিড ওয়ার্নার খেলবেন সিলেটের হয়ে। তাই নেতৃত্ব হারাতে হলো নাসিরকে। সিলেটের নতুন অধিনায়ক বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞায় থাকা ডেভিড ওয়ার্নার।

২০১৬ সালে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছিলেন ওয়ার্নার। তাকে সিলেট সিক্সার্সের অধিনায়ক করার পেছনে এটা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্তারা। সিলেটের এবারের দলটি বেশ গোছানো।

লিটন দাস, নাসির, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, অলক কাপালিদের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ওয়ার্নার, সোহেল তানভীর, নেপালের বিস্ময় স্পিনার সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচারের মতো তারকারা।

Leave a Reply