প্রস্তুতি ম্যাচে ঝড়ো শতক সৌম্য সরকারের in খেলাধুলা ডিসেম্বর ৬, ২০১৮ 205 Views সফরকারী উইন্ডিজ দলের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে ঝড়ো শতক হাঁকালেন সৌম্য সরকার। লিষ্ট ‘এ’ ক্যারিয়ারে এটা তার ৫ম শতক। তার ৭৮ বলের ইনিংসে ৭টি চার ও ৬টি বিশাল ছক্কার মার রয়েছে। Nur Nobi Sheikh ২০১৮-১২-০৬ Nur Nobi Sheikh tweet