বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে হেরেছে সফরকারীরা। ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই হারে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।
উইন্ডিজদের হোয়াইটওয়াশের পর বেশ আলোচিত হচ্ছেন মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তাদের প্রশংসার ভিড়ে অনেকটাই ঢাকা পড়েছে সিরিজে টাইগারদের অভিষিক্ত দুই ক্রিকেটার সাদমান ইসলাম এবং নাঈম হাসানের পারফরম্যান্স।
তবে তাদের নিয়ে আলাদা ভাবে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলার পর অভিষেকেই ৭৬ রান করেন সাদমান।
সাদমানকে নিয়ে রোডস বলেন, ‘আমরা যখন জিতি তখন লোকজন শুধু তারকাদের নিয়ে কথা বলে। কিন্তু সিরিজে আরও দুইজনের অভিষেক হয়েছে, যাদের মধ্যে সাদমানের ধৈর্যশীলতা দারুণ ছিল। উইকেটে সে ওটাই করেছে যা শেষ প্রস্তুতি ম্যাচেও দেখিয়েছিল। আশা করব টেস্ট ম্যাচের ইনিংসটি অনেক কিছুরই শুরু।’
এদিকে নাঈমের বোলিং ও ব্যাটিং দুটোই নজর কেড়েছে রোডসের। নাঈমকে নিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে নাঈমের পাঁচ উইকেট ছিল চমৎকার। এরপরে সে হয়তো আর উইকেট পায়নি, কিন্তু দুর্দান্ত বোলিং করেছে অবশ্যই। তাঁর ফিল্ডিং করার সামর্থ্য বেশ ভাল। এমনকি ব্যাট হাতেও সে দুর্দান্ত সব পারফর্মেন্স উপহার দিয়ে চলেছে।’