ব্রেকিং নিউজ

সিঙ্গাপুর প্রবাসী ছাত্রলীগের উদ্যোগে নৌকায় প্রচারনায় সমাবেশ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,জনগণের কণ্ঠ ঃ
আসন্ন জাতীয় নির্বাচনেকে সামনে রেখে দেশে ও প্রবাসে নৌকার পক্ষে প্রচারণার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার উদ্যোগে প্রবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী বাংলাদেশীদেরকে নৌকার পক্ষে সচেতন করার লক্ষে সিঙ্গাপুরে মোস্তফা এই প্রবাসী সমাবেশের আয়োজন করে সিঙ্গাপুর ছাত্রলীগ।

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশী সমাবেশে অংশগ্রহন করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সিঙ্গাপুর শাখার সভাপতি সোহাগ মোহাম্মদ এর সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক জে.পি তালাস পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দীন তন্ময় রানা। বক্তব্য রাখেন সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি হোসেন আরিফ, সহ সভাপতি বিজয় বিমল,সহ-সভাপতি বি.এম সোহান,যুগ্ম-সাধারণ সম্পাদক আরফিন আরিফ, জাকির-সভাপতি,জুরং মহানগর ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুণরায় শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান। সমাবেশে সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ বলেন, ”আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ছাত্রলীগ যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

Leave a Reply