২৫৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর দিনের তৃতীয় ওভারেই স্লিপে ক্যাচ তুলে বেঁচে যান রিয়াদ।
রোচের করা ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ দেন রিয়াদ। দ্বিতীয় স্লিপে ক্যাচটি ধরেই উল্লাসে মাতে ক্যারিবিয় তারকারা। তবে আম্পায়ার নিশ্চিত হওয়ার জন্য রিপ্লে দেখেন।
রিপ্লেতে দেখা যায়, রিয়াদের ক্যাচটি ধরার ঠিক আগ মুহুর্তে তা মাটি স্পর্শ করে। ফলে আম্পায়ার নট আউট ঘোষনা করেন। এই একটি লাইফ পাওয়া থেকে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ ৭৫ রানে অপরাজিত আছেন । সাথে আছেন লিটন দাস ৫৩ রান নিয়ে ।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১০৬ ওভার শেষে ৩৮৭ রান ।