ব্রেকিং নিউজ

আল্লামা মুশাহিদ বায়মপুরি (রঃ)এর কবর জিয়ারতের মধ্যদিয়ে সিলেট ৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মামুন রশীদ

এম,সাহেদুল কারিম চৌধুরী,সিলেট থেকে:বাংলাদেশের দক্ষিণ – পূর্ব অঞ্চলের বর্ডার এলাকা নিয়ে গঠিত সিলেট ৫( কানাইঘাট – জকিগঞ্জ) আসন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনিত প্রার্থী হলেন – মামুন রশীদ ও মাও: ফরিদ উদ্দিন ( জামায়াত মনোনিত)। আজ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনিত প্রার্থী মামুন রশীদ আল্লামা মুশাহিদ বায়মপুরি ( র:) এর কবর জিয়ারত করে উনার নির্বাচনী প্রচারণা শুরু করেন ।এরপর তিনি কানাইঘাটে জাতীয়তাবাদী নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভা করেন ।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বি,এন,পি এর সহসভাপতি – সিলেট ৫ আসনের সাবেক এম,পি জনাব, কাহির চৌধুরী, উপিস্থত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক – সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশীদ সহ আরো অনেক সিনিয়র নেত্রীবৃন্দ।বি,এন,পি মনোনিত ধানের শীষের প্রার্থী মামুন রশীদ নেতা কর্মীদের উদ্দেশ্যে এক জোড়ালো বক্তব্য দেন।

তিনি আওয়ামিলীগের অমানবিক জেল- জুলুম সহ নানা নির্যাতনের কথা বলেন।তিনি বলেন আমরা ১০ বছরে ৬৮ টি মামলা খেয়েছি। তিনি বলেন এখন পর্যন্ত আমার নেতাকর্মীর উপড় হয়রানি চলছে, আমার নেতাকর্মী এখনো ঘরে ঘুমাতে পারেনা ।

তিনি বলেন কানাইঘাট- জকিগঞ্জে জামায়াতের অস্তিত্ব নেই, মামলা- পরিশ্রম – বাড়িতে না ঘুমিয়ে আর নির্বাচনের অন্যপ্রার্থীকে আর ভোট নয় এবার বি,এন,পির নেতাকর্মী বি,এন,পির প্রার্থীকে ভোট দিবে ইনশাআল্লাহ ।

এ লক্ষে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্চেন। তিনি বলেন ইনশাল্লাহ বিজয় আমাদের আসবেই

Leave a Reply