ব্রেকিং নিউজ

অার ১ টি বোল্ড অাউট করতে পারলেই যে বিশ্ব রেকর্ড করবে বাংলাদেশ

দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নিল সাকিব আল হাসান। প্রথম ওভারেই অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে শূন্য রানে আউট করেন সাকিব।

দলীয় ৬ রানের মাথায় উইকেট তুলে দেন মেহেদি হাসান মিরাজ। কাইরন পাওয়েলকে বোল্ড করেন বিরাজ। দলীয় ১৭ রানের মাথায় সুনীল আমব্রিসকে বোল্ড করেন সাকিব আল হাসান।

এরপর দুই উইকেট তুলে নিল মিরাজ। দলীয় ২৯ রানের মধ্যে রস্টন চেজ এবং শাই হোপকে আউট করেন মিরাজ। কিন্তু মজার ব্যাপার এই পাঁচটি উইকেট বোল্ড আউট করেছে বাংলাদেশ দল। ক্রিকেট ইতিহাসে সর্বশেষ ১২৮ বছর আগে প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হয়েছিল।

সর্বশেষ ১৮৯০ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অজিদের প্রথম পাঁচজনকে বোল্ড করে ফেরত পাঠিয়েছিল ইংল্যান্ড। অার বাংলাদেশ এখন দাড়িয়ে বিশ্ব রেকর্ডের সামনে। অাগামীকাল যদি ষষ্ঠ উইকেট টি বোল্ড অাউট করতে পারে তাহলে হবে অারো একটি বিশ্ব রেকর্ড। ১৮৭৯ সালে পর প্রথম ৬ ব্যাটসম্যানকে বোল্ড অাউট করে রেকর্ড গড়বে বাংলাদেশ।

Leave a Reply