স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র রোগমুক্তি কামনায় সৌদি আরবের রাজধানী রিয়াদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সৌদি আরব সময় রাতে রিয়াদের ইশারা আরবাইন, আল নাছিম এলাকার বিসমিল্লাহ হোটেলে প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিল রিয়াদের প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) সভাপতি আলহাজ্ব মাজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রিয়াদের প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) এর হাবিবুর রহমান উদয় রেজভী।
রিয়াদের প্রবাসী কিশোরগঞ্জ জেলা আওয়ামী পরিবার (আওয়ামী লীগ) এর সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আকবর আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চেশতী, ক্রিড়া বিষয়ক সম্পাদক আলমগীর রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সফল মন্ত্রী একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের প্রতি আলোকপাত করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল মুনসুর।