ব্রেকিং নিউজ

তাহলে কি সেই অদ্ভুত দল নিয়েই মাঠে নামছে টাইগাররা,পড়ুন বিস্তারিত

আজ থেকেই শুরু হতে যাচ্ছে ঢাকা টেস্ট। এই সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ দল। দলের লক্ষ্য এখন উইন্ডিজ দলকে হোয়াইটওয়াশ করা। কিন্তু এই একাদশে দেখা যেতে পারে পরিবর্তন।

খেলানো হবে না কোন পেসার। ব্যাটিং ও স্পিন নির্ভর দল সাজাবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র। কোন পেসার খেলাবে না ঢাকা টেস্টে। প্রথম টেস্টে মোস্তাফিজ দুই ইনিংসে করেছিলেন মোটে ৪ ওভার।

তাই তার বদলে খেলবেন জাতীয় দলের হয়ে দুই টেস্টে মাঠে নামা আরিফুল হক। এছাড়া অভিষেক হচ্ছে সাদমান ইসলাম অনিকের। মুশফিক আঙুলে চোট পাওয়ায় ব্যাকআপ উইকেটকিপার হিসেবে লিটনকে হঠাৎ ডাকা হলেও, মুশফিকের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্টে উইন্ডিজকে হারিয়েছে স্পিন জাদুতেই। তাইজুল ইসলাম ও নাঈম হাসানের পাশাপাশি বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। তবে দলে যে চার স্পিনারে চ্যালেঞ্জ রয়েছে সেটি জানালেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

ঢাকা টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং আরিফুল হক।

Leave a Reply