ব্রেকিং নিউজ

চট্টগ্রাম-১৫ আসনে নবগঠিত ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হলেন সুখছড়ীর ইঞ্জি:ফজলুল হক মানিক

সুজন দাশ, চট্টগ্রাম:-ধর্মীয় মূল্যবোধ, জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের ভিত্তিতে গঠিত ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত তরুণ প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল হক মানিক। উনার নির্বাচনী প্রতীক আম।

তিনি নব গঠিত এনপিপি দলের চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদকের পদে রয়েছেন।

তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামের বারেক চৌধুরী পাড়ার কৃতি সন্তান। তার পিতার নাম মরহুম আবদুল করিম। প্রার্থী ফজলুল হক মানিক পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি সিলিকন টেকনোলজি নামক এক প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইও হিসেবে কর্মরত আছেন।

সুখছড়ী আদর্শ যুব সংঘের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক, সুখছড়ী উচ্চ বিদ্যলয়ের প্রাক্তন ছাত্র। তার প্রোফাইল হতে দেখা যায়।

তিনি লন্ডনের এ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে এমএসসি করেছেন।

উক্ত প্রতিবেদকের সাথে আলোচনার এক পর্যায়ে তিনি প্রতিবেদককে বলেন, কেন তিনি এই দলের সাথে যুক্ত হলেন।

তিনি জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত মাটির উপর দাড়িয়ে আছে। তাঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু এদেশে কোন সরকারই তাদের যোগ্য সম্মান দেয় নি, বরাবরই তাদের নিয়ে নোংরা রাজনীতি করেছেন।

আমি ও আমার দল তাদের সে সম্মান স্বগৌরবে ফিরিয়ে দিতে চাই। পাশাপাশি নতুন প্রজন্মের কথা মাথায় নিয়ে তাদের ধ্যান ধারনার সাথের মিল রেখে তাদের সাথে নিয়ে স্বপ্নের সোনালী স্বদেশ গড়তে চাই।

তিনি সকলের কাছে নিজের ও দলের জন্য দোয়া চেয়েছেন।

Leave a Reply