মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে জোড়া রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক। ১৯৯ বলে ৬ বাউন্ডারির মারে ৭৬ রানের টেস্টসুলভ এক নান্দনিক ইনিংস খেলে এই রেকর্ড গড়েন তিনি।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে জাভেদ ওমর বেলিম ৬২ রানের ইনিংস খেলেছিলেন, যা এতদিন কোনো বাংলাদেশি ওপেনিং ব্যাটসম্যানের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল। ১৭ বছর আগের সেই রেকর্ড আজ ভেঙে দিয়েছেন সাদমান।
সাত বছর আগের আরও একটি রেকর্ড সাদমান ভেঙে দিয়েছেন। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নাজিমুদ্দিন ৭৮ রানের ইনিংস খেলেছিলেন ১৮৬ বল খেলে, যা অভিষেকে কোনো বাংলাদেশি ওপেনারের সবচেয়ে বেশি বল মোকাবেলার রেকর্ড ছিল। সাদমান সেই রেকর্ডটিও আজ ভেঙে দিলেন ১৯৯ বল খেলে।