ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের স্কোয়াডে আকস্মিকভাবে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় অনুশীলনের সময় আগুলে চোট পাওয়া মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে লিটন দাসকে দলে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল সকালে মিরপুর ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে বুড়ো আঙুলে আঘাত পান মুশফিক। এক্স-রেতে কোনো চিড় ধরা না পড়লেও তিনি খেলতে পারবেন কিনা, তা পুরোপুরি নিশ্চিত হয়।
এদিন সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হক বলেছিলেন, যতটুকু জানি আঙুল ভেঙে গেলেও মুশফিক ভাই খেলবেন। তারপরেও সতর্কতাবসত লিটনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।