সর্বশেষ জাতীয় লীগে বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন পেসার শাহাদাত হোসাইন, পুরনো ছন্দে বোলিং করে আবারো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন শাহাদাত, অপরদিকে জাতীয় লীগে ৬ ম্যাচ খেলে মাত্র ১ ফিফটিতে ২৫৩ রান করেছেন আশরাফুল, বল হাতে ১১ উইকেট পেলেও তার কাজ রান করা এবং সেখানেই নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি।
চলতি বিসিএলের শুরুতে সবাইকে অবাক করে দিয়ে শাহাদাত ও আশরাফুল দল পাননি, আশরাফুল ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিষয়টিকে স্বাভাবিক ভাবে মেনে নিলেও দূর্দান্ত বোলিং করার পরও দল না পাওয়ায় বেশ রাগান্বিত ছিলেন শাহাদাত হোসাইন।
জাতীয় দলে ফেরার প্রক্রিয়ায় জাতীয় লীগে ভালো বোলিং করার পর বিসিএলে দল না পাওয়ায় হতাশা ঝড়েছিল শাহাদাতের কণ্ঠে, দুজনেই প্রত্যাশা করেছিলেন ২ রাউন্ড শেষে হয়তো দল পেতেও পারেন তারা, অবশেষে দুজনেই বিসিএলে জায়গা করে নিলেন।
আশরাফুলের পুরনো দল ইষ্ট জোন এবং শাহাদ হোসেন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন।
চলতি ২য় রাউন্ড শেষে ৩য় রাউন্ডের আগেই নিজ নিজ দলের সাথে যোগ দেবেন দুজন। বিপিএলে আশরাফুল খেলবেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে আর ঢাকা গ্লাডিয়েটরস এর হয়ে খেলবেন শাহাদাত হোসাইন, বিপিএলের পূর্বে বিসিএলই নিজেদের ঝালাই করে নেওয়ার শেষ সুযোগ। একাদশে সুযোগ পেলে দুই অভিজ্ঞ ক্রিকেটার নিজেদের প্রমাণ করবেন, এই প্রত্যাশা।