ব্রেকিং নিউজ

অনুকরণ (কবিতা)

কবিঃ মাশহুদা খানম
…………………………….

রুধির মত অরুণ হলেও
তাকে সবিতা ভাবা যায়না।
সবিতা শুধু সবিতা
নেই তার কোন তুলনা।

নীরদের মত অত কৃষ্ণ হলেও
তাকে বসন্তদূত বলা হয়না।
বসন্তদূত যদি হতে হয়,
তবে কণ্ঠ হতে হবে শুভাময়।

কাশফুলের মত বর্ণ হলেও
তাকে হয়না বলা শুচি,
সত্যিকারের শুচি হতে হলে
হতে হবে তাতে সব বর্ণের উপস্হিতি।

যদি থাকে কারও সার্টিফিকেট একগুচ্ছ
তাকে ভাবা যায়না জ্ঞানী ও শিক্ষিত,
যদি না থাকে তার কোন ন্যায়-নীতি
তবে সেও হবে সকলের তুচ্ছ।

অক্ষর জ্ঞানে জ্ঞানী না হয়েও
হতে পারে খ্যাত মানুষ
যদি থাকে তার নীতি ও হুঁশ।

আঁখিতে যদি হয় সে কালো হয় বিদঘুটে
তবু বার বার কুর্ণিশ করি তাঁকে,
দুর্জনের আকৃতি যদি হয় কমণীয়
তবুও তাকে আমরা শ্রদ্ধা-সম্মান
করবনা কোনদিনও।

Leave a Reply