হাফিজুর রহমান,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :ভয়াবহ অগ্নিকাণ্ডে জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার শত কোটির টাকার যন্ত্র পুড়ে ছাই
এক বছরের জন্য বন্ধ উৎপাদন থাকতে পারে।
কেপিআই-১ মানসম্পন্ন দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) প্রায় শত কোটি টাকার যন্ত্র পুড়ে গেছে।
মঙ্গলবার কারখানার অ্যামোনিয়া শাখার পি-হিটারে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। এতে মুহূর্তেই অ্যামোনিয়া গ্যাস প্রক্রিয়াজাত করণের প্রধান যন্ত্র পি-হিটার, সমস্ত ক্যাবল ও আশেপাশের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। কর্তৃপক্ষের অসর্তকতার কারণে পি-হিটারটি অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড ঘটে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
এতে উত্তরাঞ্চলের ২০টি জেলার সারের চাহিদা মেটানো এ কারখানায় আগামী এক বছরের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ থাকার শঙ্কা দেখা দিতে পারে।তবে মুঠোফোনে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) গোলাম রব্বানী জানান, ‘আগুন শুরু এক ঘন্টার মধ্যেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্তের বিষয়, এখনই পুরোপুরি কোনোকিছু নিশ্চিত বলা যাচ্ছে না।’
অভিযোগ রয়েছে, যমুনা সার কারখানাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে বারবার যান্ত্রিক ত্রুটি দেখিয়ে উৎপাদন বন্ধ রাখা হয়। গত ৮-১০দিন ধরে যন্ত্রাংশ মেরামতের নামে উৎপাদন বন্ধ ছিল। দু-একদিনের মধ্যে কর্তৃপক্ষ উৎপাদন চালুর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে রহস্যজনক কারণে অগ্নিকানণ্ড ঘটে পুড়ে যায় শত কোটি টাকার মূল্যবান যন্ত্র।