ব্রেকিং নিউজ

বিপিএলকে সামনে রেখে যে বিশেষ পরিকল্পনা করছেন যোশি

আগামী বছরের ৫ই জানুয়ারী পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। আর আসন্ন এই আসরকে সামনে রেখে এরই মধ্যে নতুন এক পরিকল্পনায় বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি।

আসন্ন বিপিএলে নতুন প্রতিভাবান স্পিনার খোঁজের মিশনে নামবেন বলেই জানিয়েছেন যোশি। আর তার এমন পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমর্থন দিয়েছে বলেও জানিয়েছেন এই ভারতীয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে স্পিন প্রতিভা অন্বেষণে একটি পরিকল্পনা সাজিয়েছি। বোর্ড এরই মধ্যে ট্যালেন্ট হান্টের এই প্রোগ্রামকে সমর্থন দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা মিস্ট্রি স্পিনারের খোঁজ করছি এবং আমরা সেটি করছি বেশ গুরুত্বসহকারেই- স্পিনাররা যাদের বোলিং অ্যাকশন রহস্যজনক সেটি হতে পারে রিস্ট স্পিনার কিংবা বাঁহাতি অথবা ডানহাতি স্পিনার। আমরা যদি এমন সম্ভাবনাময় কাউকে পেয়ে থাকি তাহলে তাঁকে গড়ে তুলতে পারব।’

উল্লেখ্য, ২০১৭ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের সাবেক এই স্পিনার।

Leave a Reply