কুবি সংবাদদাতা:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল অদুদ, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবদুল মতিন, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী। হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ঈদে মিল্লাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ জব্বার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আওলাদ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।