হাফিজুর রহমান,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, জনগণের কণ্ঠ ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আ’লীগের মনোনয়ন পেলেন সাবেক এমপি ডাঃ আলহাজ্ব মুরাদ হাসান।
আজ রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছেন।
এর আগে,কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ডাঃ মুরাদ হাসান।
এদিকে মুরাদ হাসানের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেন নেতাকর্মীর ও ভোটাররা।
পাশাপাশি তাকে অভিনন্দন জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সর্মথক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।