ব্রেকিং নিউজ

সাকিব-তাইজুলের ঘূর্ণিতে শুরুতে কুপোকাত উইন্ডিজ

দ্বিতীয় ইনিংসে বেশিদূর আগাতে পারেনি বাংলাদেশ। ৫৫ রানে ৫ উইকেট নিয়ে দিনের খেলা শুরু। শুরুতেই মুশফিকুর রহীমের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে বসে টাইগাররা।

স্পিনাররা উইকেট থেকে টার্ন পাচ্ছেন। তবে মুশফিক স্পিনে পরাস্ত হননি। ক্যাবিরীয় পেসার শেনন গ্যাব্রিয়েলের দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্প উড়ে গেছে তার। ৩৯ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেন তিনি।

তবে মুশফিক আউট হওয়ার পর আশঙ্কার কালো মেঘ জমতে দেননি মাহমুদউল্লাহ-মিরাজ। এ দুজনের জুটিতে খানিকটা প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু ১৮ রান করে বিশুর বলে ক্যাচ আউটের ফাঁদে পড়েন মিরাজ।

ম্যাচের ২৭তম ওভারে নতুন জীবন পান রিয়াদ। দেবেন্দ্র বিশুর বলে স্লিপে ক্যাচ তুলে দেন রিয়াদ। কিন্তু সাই হোপ সেই ক্যাচটি মিস করলে বেঁচে যায় রিয়াদ। মাহমুদউল্লাহ তখন ১৫ রান করে ব্যাট করছিলেন। এরপরই বিশুর বলে বিশাল এক ছক্কা হাকান রিয়াদ।

কিন্তু বেশিদূর আগাতে পারেননি মাহমুদউল্লাহ। সেই বিশুর বলেই ক্যাচ আউটের ফাঁদে পড়েন রিয়াদ। শেষ ১০ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১২৫ রান। লিড ২০৩ রান। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ২০৪ রান।

২০৪ রান টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে উইন্ডিজ। নিজের ২য় ওভারেই রভম্যান পাওয়েলকে ফেরান সাকিব। আর এই উইকেটের সাথেই টেস্টে ২০০ উইকেটের মাইলফলক পার করলেন সাকিব। এরপরের ওভারেই সাই হোপকেও শিকার করেন সাকিব।

৫ রানে প্রথম উইকেটের পতনের পর ১১ রানে ৪ উইকেট হারিয়ে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১ রান।

Leave a Reply