মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধিঃ যুগোপযোগী নারীশিক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ৫ম ও ৮ম শ্রেণির ছাত্রীদের মেরিট গার্ডেন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা-২০১৮ আগামী ৩০ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে মেরিট গার্ডেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ।
বৃহত্তর গাছবাড়ি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৯২ জন ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহন করবে । পরীক্ষা প্রসংগে মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালক বলেন শিক্ষা সুযোগ নয় অধিকার আমরা অত্র এলাকার ছাত্রীদের শতভাগ আধুনিক নারীশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করছি । নারী সমাজের জাতীয় ও আন্তর্জাতিক অগ্রযাত্রা নিশ্চিত করার জন্য আমাদের ধারাবাহিক পদক্ষেপসমুহ যথাসময়ে বাস্তবায়নের প্রস্তুতি রয়েছে ।
মেরিট গার্ডেন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা-২০১৮ তারই একটি অংশ । আমরা মনে করি মেরিট গার্ডেন অত্র এলাকায় গার্লস স্কুলের চাহিদা পুরণের মাধ্যমে ছাত্রীদের ভবিষ্যৎ প্রতিযোগিতার উপযুক্ত প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে । আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি বিধায় বিগত পরীক্ষাসমুহে আমাদের ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করেছে ।
আমাদের শিক্ষকমন্ডলী যথেস্ট আন্তরিকতার সাথে ছাত্রীদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করেন । মেরিট গার্ডেন ক্যাম্পাস শতভাগ ছাত্রী বান্ধব ক্যাম্পাস । আগামী শিক্ষা বর্ষে আরো ভালো ফলাফলের প্রত্যয় নিয়ে বর্তমান শিক্ষা বর্ষের অভিজ্ঞতার আলোকে ২০১৯ শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম ১০ই ডিসেম্বর ২০১৮ খ্রি. থেকে শুরু হবে ।
আমরা অভিভাবক,শিক্ষিত সমাজ , শিক্ষা প্রতিষ্ঠান ,শিক্ষকমন্ডলী ও স্থানীয় ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ আমাদের প্রতিটি আয়োজনে সহায়তা প্রদানের জন্য । আমরা আশাকরি ৩০ নভেম্বর সবাই উপস্থিত হয়ে অত্র এলাকার ছাত্রীদের এগিয়ে যাওয়ার সাহস প্রদান করবেন । উক্ত পরীক্ষায় অংশগ্রহনকারী সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য শিক্ষকমন্ডলী , শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকমহলের সুদৃষ্টি কামনা করা হয়েছে ।
গাছবাড়িতে মেরিট গার্ডেনই একমাত্র গার্লস স্কুল এবং মেয়েদের জন্য আলাদাভাবে বৃত্তি পরীক্ষা এটাই প্রথম । মেরিট গার্ডেনের সার্বিক অবস্থা সম্পর্কে একজন অভিভাবক বলেন নতুন প্রতিষ্ঠান কিন্তু যথেস্ট দক্ষতা ও অভিজ্ঞতার সাথে এগিয়ে যাচ্ছে , গাছবাড়িতে এরকম একটি গার্লস স্কুলের প্রত্যাশা ছিল আমাদের । আমি আমার মেয়েদের ভর্তি করিয়েছি এবং শংকামুক্ত হতে পেরেছি এক কথায় আমি সন্তুষ্ট ।