ব্রেকিং নিউজ

বাংলাদেশকে অপমান করে একি বলল উইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশ এবং ওয়েস্টইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেষ্ট সিরিজের প্রথম টেষ্টে অতিথিদের ৬৪ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আজ টেষ্টের তৃতীয় দিনে ওয়েস্টইন্ডিজকে তাদের দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানে অল আউট করে এই জয় নিশ্চিত করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের পতনে বল হাতে নেতৃত্ব দেন তাইজুল ইসলাম। একাই নিয়ে যান ৬টি উইকেট। এছাড়াও সাকিব আল হাসান ও মিরাজ নেন দুটি করে উইকেট।

তবে এই উইকেটে ব্যাটিং করা কতটা কঠিন ছিল সেটা বুঝা গেছে দুই দলের দ্বিতীয় ইনিংস দেখেই। বিশেষ করে স্পিনের বিপক্ষে এই পিচে ব্যাটিং করা ছিল খুবই কঠিন। আর এই কঠিন উইকেটে ম্যাচ জয়ের কারন হিসেবে টস জিতাকেই সামনে আনলেন মুমিনুল হক।

অন্যদিকে বাংলাদেশের সমানে দাড়াতে না পরার ওয়েষ্ট ইন্ডিজ দলের অধিনায়ক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করলেন উইন্ডিজ অধিনায়ক । তিনি বলেন, বাংলাদেশ এখনো টেস্ট খেলার মতো পরিপক্ক হয়নি,ম্যাচ আমাদের পক্ষেই ছিল কিন্তু লাক ভাল ছিল বাংলাদেশের।

Leave a Reply