ব্রেকিং নিউজ

তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী সুখছড়ী রাস মহোৎসব অনুষ্ঠিত

সুজন দাশ,চট্টগ্রাম প্রতিনিধি, জমগণের কণ্ঠ ঃ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ী গ্রামে ৬১ তম বর্ষে রাস মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে নভেম্বর সকালে শ্রী শ্রী গীতাপাঠের মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়।

অনুষ্ঠানের ১ম দিন হতে দূরদূরান্ত হতে ভক্তগনের আগমন ঘটে সুখছড়ী কালী বাড়ী প্রাঙ্গনে।

দুপুরে গীতা পাঠের পর আগত কৃষ্ণ ভক্তগনের জন্য শাকান্নের আয়োজন করা হয়।

এর পর সন্ধ্যায় অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় মহোৎসব এর মূল আনুষ্ঠানিকতা।

এর পর পরই শুরু হয় প্রখ্যাত আলোচকদের নিয়ে ধর্মীয় আলোচনা সভা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ধর্মীয় আলোচক অধ্যাপক স্নদেশ চক্রবর্তী, বাগীশিক এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, উদীয়মান সনাতনী বাজ্ঞী পলাশ কান্তি নাথ রনিসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তাগন সনাতন ধর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন, পাশাপাশি পরম প্রেমময় পুরুষ শ্রীকৃষ্ণের জীবন চরিত ও রাস লীলা নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে লায়ন শ্রী দিলীপ চক্রবর্তী বলেন, রাস মহোৎসব সুখছড়ীর আবহমান ঐতিহ্য। চট্টগ্রামের সনাতনী সমাজে সুখছড়ী রাসের আলাদা একটি ভাবমূর্তি রয়েছে, এটা আমাদের ধরে রেখে এর মানোন্নয়নে কাজ করে যেতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন সুখছড়ী সন্তান, চমেক এর রেডিওলজি বিভাগের, বিভাগীয় প্রধান, ডা.সুভাষ মজুমদার। আলোচনা সভার পর পরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ধর্মীয় সঙ্গীতাঞ্জলী পরিবেশন করে আগত ও স্থানীয় শিল্পীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শোভন চৌধুরী।

২২ শে নভেম্বর উষা লগ্নে শুরু হয় দুই দিন ব্যাপী অহোরাত্র মহানামযজ্ঞ। এতে নাম সূধা পরিবেশন করেন, নন্দ দুলাল সম্প্রদায়,সিলেট জগদানন্দ সম্প্রদায় চট্টগ্রাম,বেনী মাধম সম্প্রদায়,গোপালগঞ্জ
শ্রী গুরি চৈতন্য সম্প্রদায়, ভোলা।

গনেষ পাগল সম্প্রদায়, নোয়াখালী।
২২ ও ২৩ তারিখ দুই দিন ব্যাপী নামযজ্ঞে রেকর্ড সংখ্যক ভক্তরে সমাগম হয়। অনুষ্ঠানে আগত ভক্ত গনের জন্য মহাপ্রসাদের ব্যাবস্থা ছিলো।

এছাড়া উৎসব উপলক্ষ্যে সুখছড়ী গ্রামে মেলা বসেছে। মেলায় দূরদূরান্ত হতে দর্শনার্থী ও শৌখিন মানুষের আগমন ঘটে।

Leave a Reply