সাইফুর রহমান, কুবি প্রতিনিধি,জনগণের কণ্ঠ ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬ নভেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনারের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।
এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল অদুদ, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবদুল মতিন, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী। হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা করবেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ঈদে মিল্লাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ জব্বার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন বিজ্ঞান অনুষদের ডীন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, কলা ও মানবিক অনুষদের ডীন ড. জি. এম. মনিরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী।