চোটের কারণে ছিটকে গেছিলেন এশিয়া কাপ থেকেই। এরপর মাঝে জিম্বাবুয়ে সিরিজটা কাটালেন দর্শক হয়ে। তিন মাস মাঠের বাইরে থাকার কথা থাকলেও বিস্ময়করভাবে ফিরে আসলেন চলমান উইন্ডিজ সিরিজেই। খেলতে নেমে ব্যাট হাতে ৩৪ করে ফিরলেও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ভেলকিটা দেখালেন বোলিং করতে এসে। নিজের প্রথম ওভারের প্রথম বলেই শাই হোপকে ফেরানোর পর একই ওভারের শেষ বলে আউট করলেন ব্র্যাথওয়েটকে।
শুরু হয়েছে বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটা। যেখানে সফরকারীদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিং করতে এসে সাকিব-তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়েছে সফরকারীরা, মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই হারিয়ে বসেছে তিন উইকেট।
গতকাল ম্যাচের শুরুর দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। শুরুতে সৌম্যর উইকেট হারালেও ইমরুল কায়েসের ৪৪ ও মুমিনুলে হকের ব্যাটে ভালোই লড়ছিলো স্বাগতিকরা। তবে চা-বিরতির পর গ্যাব্রিয়েলের পেস আগুনে লণ্ডভণ্ড হয় যায় বাংলাদেশের মিডল অর্ডার, দ্রুতই হারিয়ে বসে আট উইকেট।
এরপর দলের হাল ধরেন অভিষিক্ত নাইম হাসান ও তাইজুল ইসলাম। গ্যাব্রিয়েলের গোলা কিংবা বিশু-চেজদের ঘূর্ণি, একেবারেই পাত্তা দেননি এই দুই ব্যাটসম্যান। খেলেছেন একদম আপন ঢঙ্গে, পরে আর কোন উইকেট না হারিয়ে ৮ উইকেটে ৩১৫ রানে দিনের খেলা শেষ করে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় দিনে ৫৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে তাইজুল ইসলাম ৩২ ও নাইম হাসান অপরাজিত ২৪ রান নিয়ে আবার ব্যাটিংয়ে নামেন।
তবে আজ আর খুব বেশি সুবিধা করতে পারেনি এই জুটি, দলীয় ৯ রান যোগ হতেই ব্যক্তিগত ২৬ রানে আউট হয়ে যান নাইম। এরপর শেষ ব্যাটসম্যান হিসাবে উইকেটে মুস্তাফিজুর রহমান আসলেও লাভ হয়নি একেবারেই, তিন বল পরে ফিরেছেন তিনিও। ফলে ৩২৪ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। দলের হয়ে মুমিনুল হকের ১২০ রানের সাথে তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ৩৯ রান নিয়ে।
এরপর ব্যাট করতে এসে নিজেদের ইনিংসের শুরুটা দেখেশুনে করলেও সাকিব-তাইজুলদের স্পিনের সামনে খেই হারিয়েছেন উইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে থাকা পাওয়ালকে ফিরিয়ে শুরুটা এনে দেন তাইজুল ইসলাম। এর ঠিক পরের ওভারেই প্রথমবারের মত বল হাতে আসেন সাকিব, নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফেরান শাই হোপকে। এরপর একই ওভারের শেষ বলে ব্র্যাথওয়েটকে আউট করলে ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা।
তারপর অবশ্য আর কোন বিপদ হতে না দিয়ে ওই ৩ উইকেটের বিনিময়ে ৫৪ রান নিয়ে প্রথম সেশনের খেলা করে লাঞ্চে যায় সফরকারীরা। দলের হয়ে চেজ ১৮ ও অ্যামব্রিজ অপরাজিত আছেন ৫ রান নিয়ে।