চট্টগ্রাম টেস্টে দারুণ সফল ক্যারিবিয়ান পেসার শেনন গ্যাব্রিয়েল খেলতে পারবেন না মিরপুর টেস্ট। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪ উইকেট নেওয়া গ্যাব্রিয়েল মাঠে অশোভন কাণ্ড করেন। বাংলাদেশের ওপেনার ইমরুলকে পরপর দু’বার ধাক্কা মারেন তিনি।
বৃহস্পতিবার দিনের অষ্টম ওভারের খেলা চলার সময় ইমরুলকে ধাক্কা দেওয়ার ওই দৃশ্য চোখ এড়ায়নি আম্পায়ারদের। ম্যাচ শেষে আম্পায়াররা গ্র্যাবিয়েলের বিরুদ্ধে অভিযোগ করেন ম্যাচ রেফারির কাছে।
দ্বিতীয় দিন শুক্রবার খেলা শুরুর আগে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের দোষ স্বীকার করে নেন গ্র্যাবিয়েল। এরপর ম্যাচ রেফারি শাস্তি হিসেবে তাকে দুই ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেন।
এর আগে গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তিনটি ডিমেরিট পয়েন্ট পান গ্র্যাবিয়েল।
২৪ মাসের মধ্যের তার নামের পাশে পাঁচটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে একজন ক্রিকেটার চারটির বেশি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্ট অথবা দুই ওয়ানডে বা দুই টি-২০ ম্যাচে নিষিদ্ধ থাকবেন।
ক্যারিবিয়ান পেসার শেনন গ্র্যাবিয়েল তাই মিরপুর টেস্টে নিষিদ্ধ থাকছেন। তবে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে তিনি খেলতে পারবেন।