চট্রগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই দলীয় ১ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে সাজ ঘরে ফিরে যান সৌম্য সরকার। এরপর মুমিনুল-ইমরুলের ব্যাটে সেই ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলে অর্ধশতক তুলে নিয়েছেন মুমিনুল হক। এটা টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত এই ব্যাটসম্যানের ১৩তম হাফসেঞ্চুরি। ৭৫ বলে ৭ চারের সাহায্যে বর্তমানে ৫৫রানে অপরাজিত মুমিনুল। তবে তবে অর্ধশতকের খুব কাছে গিয়ে মাইলফলক স্পর্শ করতে পারেননি ইমরুল। ৮৭ বলে ৪৪ রানে সাজঘরে ফেরেন তিনি। তার আউটের পরই লাঞ্চ বিরতির সংকেত দেন অাম্পায়াররা। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে।
ম্যাচের আগের দিন খেলা নিয়ে সংশয়ের কথা জানালেও দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে অভিষেক হয়েছে আরেক স্পিনার নাঈম হাসানের। বাংলাদেশ চার স্পিনার এবং এক পেসার নিয়ে মাঠে নেমেছে।
ঢাকা টেস্টের দলে থাকা আরিফুল হক এবং খালেদ আহমেদ নেই চট্টগ্রাম টেস্টের দলে। তাদের জায়গায় দলে এসেছেন সাকিব এবং নাঈম। এছাড়া একমাত্র পেসার হিসেবে দলে আছেন মুস্তাফিজুর রহমান। সাদমান ইসলামের অভিষেক নিয়ে বেশ কথা উঠলেও শেষ পর্যন্ত দলে জায়গা মেলেনি তার। তবে মোহাম্মদ মিঠুন আছেন দলে।