ব্রেকিং নিউজ

কুমিল্লা মডেল ইউনাইটেড ন্যাশনস সম্মেলন’১৮ উদ্বোধন


সাইফুর রহমান, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস’র উদ্যোগে ৩দিন ব্যাপী ছায়া জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।
এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর (শনিবার)।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।
‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস’র সভাপতি মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী উমর সিদ্দিকী রানা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন চন্দ্র মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েদ ফজলুল মাহাদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ন্যাশনস’র নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের প্রায় ২৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি ও সারাবাংলা ডট নেট এবং বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে কোকাকোলা।

Leave a Reply