ব্রেকিং নিউজ

সোনালী অতীত

কবি:মোঃ আরিফ হাসান
……………………………

হতাশা গ্রস্ত জীবনে ভাবি! হায়রে সোনালী অতীত-
জীবনে তুই আর হয়ত আসবিনা! হৃদয়টা মরুভূমি একেবারেই পতিত- হায়’হায়রে-সোনালী অতিত..

এই খানে মোর ঘর ছিল কতটা স্বপ্ন’কতটা আশা’ কতোটাই’না’ ভালোবাসা ছিল! অজানা সব দুঃখ গুলি এসে,অকালেই যেন ধূয়ে নিল!হায়রে সোনালী অতিত.

বসে ভাবি আনমনে! হৃদয়ের কথা আর মনের ব্যাথা ‘ক’জনইবা শোনে?তবুও মন মানছেনা,কিছুতেই হৃদয়টা থামছেনা,বার বার মনেপ্রাণে বেঁজে উঠে অতীতের কথা হায়রে সোনালী অতীত….

আমি এখনো সেই পথে’ই’ হেটে যাই’আমার চির চেনা বালু মিশ্রণে কাদা মাটির গন্ধ আজও খুঁজে পাই, শুধু পাইনা-সেই দিন সেই খন আর হারানো সেই সোনালী অতীত-হায়রে সোনালী অতীত….

আমি জানি’ই’বর্তমান আর অতীতকাল-চলেনা সমতালে, তবুও অবরুদ্ধ অতীতের মায়াজালে, হারানো সেই সোনালী অতীত বার বার আমাকে পিছুটানে, হায়রে সোনালী অতীত…..

যেথায় ভাই ভাই মিল ছিল’খুশিতে মন দুলছিল গ্রামের সকল মানুষ সমমানে সবাইকে মান ছিল,শুধু তুই মানলিনা,হৃদয়ের ব্যাথাটাও বুজলিনা!’হায়’হায়রে সোনালী অতীত…..

Leave a Reply