ব্রেকিং নিউজ

মাশরাফির মনোনয়নের খবরে নড়াইলে মিষ্টি বিতরণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মাশরাফির মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার খবরে নড়াইল স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। একইসঙ্গে মাশরাফি জন্য নৌকা মার্কায় ভোট চাওয়া শুরু করেছেন নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদসহ উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজ মাহমুদ মিশাম, সদস্য সচিব নুরুজ্জামান নান্নু ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলুসহ অনেকে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ বলেন, ‘গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, মাশরাফিকে ঢাকার কোন আসন থেকে দলীয় মনোনয়ন দেয়া হতে পারে। তবে গতকাল নড়াইল-২ আসনে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা মিষ্টি বিরতণ করে উৎসব করেছি।’

ক্রিকেট মাঠ থেকে সরাসরি রাজনীতির মাঠে আসা মাশরাফির কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ শোনা যাচ্ছিলো। তবে মাশরাফির মনোনয়ন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং এর কোন অঙ্গসংগঠনগুলোতে বিভেদ বা কোন্দল নেই বলে দাবি করে এসএম পলাশ বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় দল। তাই নির্বাচনের জন্য অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু জননেত্রী যাকেই মনোনয়ন দিবেন তাকে নিয়েই আমরা সবাই নির্বাচনে লড়বো। মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকারেই মাশরাফিকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছেন সবাই। আর আমাদের সাবেক সংসদ সদস্য ছিলেন আমাদের জোটের প্রার্থী, তিনিও মাশরাফির সম্মানে আসনটি ছেড়ে দিচ্ছেন। নড়াইলের দু’টি আসন আমরা বরাবরই নেত্রীকে উপহার দেই। এবারও সেটাই হবে।’ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজ মাহমুদ মিশাম বলেন, ‘নির্বাচন সামনে রেখে আমরা আগে থেকেই প্রচারণা চালিয়ে আসছি। আমাদের অপেক্ষা ছিল নৌকা প্রতীকের প্রার্থীর জন্য। গতকাল আমাদের নেতা এ বিষয়ে ইঙ্গিত দেয়ার পর আমরা মিষ্টি বিতরণ করেছি। এখন আমাদের প্রচারণা আরো জোরদার হবে। মাশরাফিকে আমাদের নেত্রী দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন। তার ইতিবাচক ইমেজ নির্বাচনী প্রচারণা আরো বেগবান করবে।’

Leave a Reply